Thursday, August 4, 2011

ADB-Japan Post Graduation Scholarship For Bangladeshi

পোস্ট গ্র্যাজুয়েশন ও পিএইচডি পর্যায়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং জাপান যৌথভাবে বৃত্তি প্রদান করবে। আবেদন করতে হবে ২০ জুলাইয়ের মধ্যে। নিউজিল্যান্ডে পোস্ট গ্র্যাজুয়েশন ও পিএইচডি পর্যায়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা টিউশন ফি, হাউজিং, মেডিকেল ইন্স্যুরেন্স, যাতায়াত (বিমান) ভাতাসহ আরও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। এক বা দুই বছরের জন্য এই বৃত্তি প্রদান করা হবে। এই বৃত্তি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য www.adb.org/jsp ওয়েবসাইটে যেতে পারেন।

Japan Scholarship for Bangladeshi Student

জাপানের দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ২০১২ সালের জন্য আইইউএইচডব্লিউ বৃত্তি ঘোষণা করেছে। বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন করতে হবে আগামী ১ নভেম্বরের মধ্যে। বৃত্তি দেওয়া হবে দুটি। আগ্রহী প্রার্থীরা প্রয়োজনে দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার, টোকিও অফিস, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগে যোগাযোগ করবেন। ফোন: ০৩-৩৪৭৫-৫০৬২ ফ্যাক্স: ০৩-৩৪৭৫-৫০৭৬ ই-মেইল: international@iuhw.ac.jp